এখনো জীবন আছে
জীবনের গান গাই,
এখনো স্বপ্ন আছে
এলোমেলো ঘরটাই,
সব অগোচালো.........।।
এখনো কাব্য আছে
আছে একা জাগা রাত
শুন্যে পেতেছি বুক
প্রসারিত হাত
তুমি ভাল আছো তো ???
অর্ধেক ছেড়া পাতা
অর্ধেক কবিতা,
অর্ধেক খাওয়া ফল
ঠোঁটে ঠোঁট ছবিটা,
মনে আছে তো......।।
তুমি ভালো আছো তো ???
হেঁটে হেঁটে ক্যাম্পাস
আড্ডার টানে,
সন্ধ্যায় রিক্সায়
কত সুর প্রানে
ভালবাসা গানে...............।
তুমি ভালো আছো তো ????
জীবনের গান গাই,
এখনো স্বপ্ন আছে
এলোমেলো ঘরটাই,
সব অগোচালো.........।।
এখনো কাব্য আছে
আছে একা জাগা রাত
শুন্যে পেতেছি বুক
প্রসারিত হাত
তুমি ভাল আছো তো ???
অর্ধেক ছেড়া পাতা
অর্ধেক কবিতা,
অর্ধেক খাওয়া ফল
ঠোঁটে ঠোঁট ছবিটা,
মনে আছে তো......।।
তুমি ভালো আছো তো ???
হেঁটে হেঁটে ক্যাম্পাস
আড্ডার টানে,
সন্ধ্যায় রিক্সায়
কত সুর প্রানে
ভালবাসা গানে...............।
তুমি ভালো আছো তো ????
No comments:
Post a Comment