Tuesday, 12 November 2013

3G ( থার্ড জেনারেশন ) ভালবাসা

আমার জীবনের একটা বাস্তব গল্পঃ

একটা মেয়ে, নাম বলবো না।
আমাকে নাকি সে ভালবাসে। বেশ কয়েকদিন থেকে আমাকে ফোন করে ডিস্টার্ব করতেছে।আমাকে ও ভীষণ ভালবাসে, আমি কেনো ওকে বুঝতে চাচ্ছি না ব্লা ব্লা ব্লা......

আমি ওকে সুন্দর মত বুঝালাম,যে ভালবাস ভালো কথা বেসে যাও।
সময় হলে বিয়ে করবো,তবে ফোন টন দিও না।

#মেয়েঃ তাহলে কি তুমি আমায় ভালবাস না???
#আমিঃ কি বিপদে পড়লাম?? না আমি তোমাকে ভালবাসি না।
#মেয়ে তার মানে তুমি আমার ভালবাসার কোন দাম দিলা না??? তুমি কি অন্য কাউকে ভালবাস ???
#আমিঃ না আমি কাউকে ভালবাসি না।
#মেয়েঃ তাহলে কেন আমাকে ভালবাস না।আমাকে ভালবাসতে অসুবিধা কি?

#আমিঃ আচ্ছা যাও আমি তোমাকে ভালবাসি......
#মেয়েঃ তাহলে ফোন দিলে ডিস্টার্ব ফিল করো কেনো??
#আমিঃ তুমি কবে ফোন দিলা আমাকে ???
#মেয়েঃ মানে ??? প্রায় ১৫ দিন থেকে তোমাকে আমি ফোন দিতাছি, তুমি আমাকে পাত্তাই দাও না, আর এখন বলছ কবে ফোন দিলাম।
#আমিঃ আচ্ছা, এই ১৫ দিনে আমার হিসেব মত তুমি আমাকে ফোন দিছো ২ বার আর বাকি হাজার বার যা দিছ তার নাম হলো মিছকল! ফোন নয়।
#মেয়েঃ তাও তো দিছি, তুমি তো আমকে তাও দেও নাই।
#আমিঃ সরি আমার মিসকল দেওয়ার অভ্যাস নাই।
#মেয়েঃ তাইলে ফোন দিলানা কেন?
#আমিঃ তাও সরি আমি গরিবের ছেলে, তোমাকে ফোন করে টাকা নস্ট করবো এই তৌফিক আমার নাই। তুমি এক কাজ করো, বড়লোকের কোন এক ছেলে দেখে প্রেম করো, লাভবান হবে।
#মেয়ে না আমি তোমার সাথেই প্রেম করবো।
#আমিঃ যদি আমার সাথেই প্রেম করতে হবে তাহলে আমার শর্ত গুলা মানতে হবে।
#মেয়েঃ কি শর্ত ??
#আমিঃ আমি তোমাকে কোন সময় ফোন দিতে পারবো না, তুমি তোমার টাকা খরচ করে আমাকে সবসময় ফোন করবা, কোন সময় মিসকল দিয়ে ডিস্টার্ব করতে পারবা না।
দেখা করার ইচ্ছা হলে আই মিন ডেটিং এর সম্পূর্ণ খরচ বহন করতে হবে তোমাকে,গাড়িভাড়া থেকে শুরু করে নাস্তাবিল পর্যন্ত। রাজি কি-না বলো ???

#মেয়েঃ ফাইযলামো করতেছো আমার সাথে ?? এই খরচ গুলা সাধারনত ছেলেরাই বহন করে ।
#আমিঃ না আগে বললাম না আমি গরীব ঘরের ছেলে, আমি অন্য সব ছেলেদের মত না, আমি আলাদা।
#মেয়েঃ আচ্ছা, আমি যে তোমার পিছনে টাকা খরচ করবো অবশেষে তুমি আমায় বিয়ে করবে এই গ্যারান্টি কি ??? তোমার সাথে আমি ৩-৪ বছর প্রেম করে টাকা নস্ট করলাম পরে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেললে, আমার লাভ কি হলো???

#আমিঃ ভালো কথা,এটাই শুনতে চেয়েছিলাম। সেই একই কথা যদি আমি তোমায় বলি, আমি তোমার পেছনে ৩-৪ বছর টাকা খরচ করলাম, সারা রাত ফোন করে সময় নস্ট করলাম, অবশেষে, তোমার ফ্যামিলি তোমাকে আমার হাতে তুলে দিবে এই গ্যারান্টি কি ???
যদি ভালো ও পয়সাওয়ালা একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিলো, তখন আমার লাভ কি ??

#মেয়েঃ আচ্ছা এখন যাই পরে কথা বলবো ............

এখন আর কেউ ফোন করে না,মেয়েটা এখন অন্য একটা ছেলের সাথে ঠিকই প্রেম করতাছে, আর হ্যা খরচটা কিন্তু ছেলেটাই বহন করছে, আর লাভ কার হচ্ছে জানেন??? ফোন কোম্পানির!

আর ক্ষতি কার জানেন আমরা থার্ড জেনারেশন (3G) ছেলেদের মা-বাবার!মা বাবার টাকা আমরা মেয়েদের পেছনে লাভ ছাড়াই ইনভেস্ট করতেছি।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...