দূরে দূরে থাকা মানে দূরত্ব বেশী নয়, কাছাকাছি থাকলে হয়তো থমকে যেত সময়।দূরে গেলে ভালবাসা বাড়ে, কমে না।কথাটা আমার কাছে সত্যি মনে হচ্ছে, জানিনা তোমার কেমন ???
তোমার প্রতি আমার ভালবাসা একটু ও কমেনি,আর কমবেও না কোনোদিন।আমি তোমাকে অনেক বেশী ভালবাসি।জানি আমাকেও তুমি অনেক বেশী ভালবাসো।তবে কেনো যেন মনে হচ্ছে আমার প্রতি তোমার ভালবাসা কমে যাচ্ছে দিন দিন।
তুমি বদলে গেছ, তুমি আর আগের মত নেই।তোমাকে এ কথা বলছিলাম, তুমি আমাকে জিজ্ঞেস করছো কি বদলাইছো,বলার জন্য,এসব তো আমার বলার কথা না, তোমারই বুঝার কথা।আগে তো সবই বুঝতে,তবে কেন এখন বুঝ না।আমার থেকে হাজার মাইল দূরে চলে গেছো বলে ???
হ্যা, আমি বলি তুমি কিভাবে বদলাইছো, এই যে তুমি বদলাইছো অথচ তুমি বুঝতে পারছো না, এটাই তোমার বদলে যাওয়ার প্রথম উদাহরন।আগে আমার খাওয়া নিয়ে তোমার কত টেনশন
ছিলো ?? কই এখন তো আমি খাই কি-না এত বেশী খোজ নেওয়ার দরকার মনে করো না।
হ্যা, একেবারে নেও না তা বলছি না, আগের মত নয় তা বলছি।
একটা সময় ছিলো যখন আমি জানু/আই লাভ ইউ/ এগুলা বলতাম তুমি বুঝতে পারতে,
আমার মনটাকে যেমন পড়তে পারতে তেমনি পড়তে পারতে আমার ভাষাটাকেও,আমার কথাকে।
কিন্তু এখন??? আমার ভাষা পড়তে পারো না তুমি, আমার মন বুঝনা তুমি।
আমি তোমাকে খুশী করার জন্য এগুলা বলি তুমি বুঝতে পারো না,আগে তো বুঝতে।
শেষ মেসেজ গুলা পড়লে বুঝতে পারবে আমি যেচে তোমাকে জানু/লাভ ইউ/ বলি কি না ...
তুমি এগুলা বললে আমি বলি। কিন্তু আগে তো এমন হত না, আগে তুমি আমাকে টর্চার শুরু করে দিতে আমি কেনো তোমাকে জানু/লাভ ইউ নিজ থেকে বলিনা।
আরো কত কিছু, সব বলা যায় না, সব কিছুর পরে আমি শান্তি পাই যখন ভাবি তুমি অনেক সুখে আছ, আনন্দে আছ,আর এখনও আমায় মনে রেখেছো,ভালবাসো। আমায় ভুলনি, কম হলেও মনে পড়ে আমার কথা।
সব থেকে বেশী কি মিস করতেছি জানো ???
তোমার কেয়ারিং এন্ড শেয়ারিং।
এই যে বলতে, এত রাতে বাইরে যাচ্ছ কেনো?? না তুমি যেতে পারবে না।
অকে যাও ১০ মিনিটের মধ্যে আসতে হবে,
এখনো খাও নাই?? কয়টা বাজে, টাইম দেখছো, এখন খাও, নাইলে আর তোমার সাথে কথা বলবো না।
আমি রাগলে আমার রাগ ভাঙ্গানোর জন্য কত কিছু করতে, এখন রাগও নেই, ভাঙ্গানিও নেই।
আরো কত কিছু.............................................
তোমার প্রতি আমার ভালবাসা একটু ও কমেনি,আর কমবেও না কোনোদিন।আমি তোমাকে অনেক বেশী ভালবাসি।জানি আমাকেও তুমি অনেক বেশী ভালবাসো।তবে কেনো যেন মনে হচ্ছে আমার প্রতি তোমার ভালবাসা কমে যাচ্ছে দিন দিন।
তুমি বদলে গেছ, তুমি আর আগের মত নেই।তোমাকে এ কথা বলছিলাম, তুমি আমাকে জিজ্ঞেস করছো কি বদলাইছো,বলার জন্য,এসব তো আমার বলার কথা না, তোমারই বুঝার কথা।আগে তো সবই বুঝতে,তবে কেন এখন বুঝ না।আমার থেকে হাজার মাইল দূরে চলে গেছো বলে ???
হ্যা, আমি বলি তুমি কিভাবে বদলাইছো, এই যে তুমি বদলাইছো অথচ তুমি বুঝতে পারছো না, এটাই তোমার বদলে যাওয়ার প্রথম উদাহরন।আগে আমার খাওয়া নিয়ে তোমার কত টেনশন
ছিলো ?? কই এখন তো আমি খাই কি-না এত বেশী খোজ নেওয়ার দরকার মনে করো না।
হ্যা, একেবারে নেও না তা বলছি না, আগের মত নয় তা বলছি।
একটা সময় ছিলো যখন আমি জানু/আই লাভ ইউ/ এগুলা বলতাম তুমি বুঝতে পারতে,
আমার মনটাকে যেমন পড়তে পারতে তেমনি পড়তে পারতে আমার ভাষাটাকেও,আমার কথাকে।
কিন্তু এখন??? আমার ভাষা পড়তে পারো না তুমি, আমার মন বুঝনা তুমি।
আমি তোমাকে খুশী করার জন্য এগুলা বলি তুমি বুঝতে পারো না,আগে তো বুঝতে।
শেষ মেসেজ গুলা পড়লে বুঝতে পারবে আমি যেচে তোমাকে জানু/লাভ ইউ/ বলি কি না ...
তুমি এগুলা বললে আমি বলি। কিন্তু আগে তো এমন হত না, আগে তুমি আমাকে টর্চার শুরু করে দিতে আমি কেনো তোমাকে জানু/লাভ ইউ নিজ থেকে বলিনা।
আরো কত কিছু, সব বলা যায় না, সব কিছুর পরে আমি শান্তি পাই যখন ভাবি তুমি অনেক সুখে আছ, আনন্দে আছ,আর এখনও আমায় মনে রেখেছো,ভালবাসো। আমায় ভুলনি, কম হলেও মনে পড়ে আমার কথা।
সব থেকে বেশী কি মিস করতেছি জানো ???
তোমার কেয়ারিং এন্ড শেয়ারিং।
এই যে বলতে, এত রাতে বাইরে যাচ্ছ কেনো?? না তুমি যেতে পারবে না।
অকে যাও ১০ মিনিটের মধ্যে আসতে হবে,
এখনো খাও নাই?? কয়টা বাজে, টাইম দেখছো, এখন খাও, নাইলে আর তোমার সাথে কথা বলবো না।
আমি রাগলে আমার রাগ ভাঙ্গানোর জন্য কত কিছু করতে, এখন রাগও নেই, ভাঙ্গানিও নেই।
আরো কত কিছু.............................................
valobashar maje keno durotto ase bolte paro???????????
ReplyDelete