ইন্টারনেটের মাধ্যমে জি-মেইল খুলতে গেলে কয়েকটি ধাপ পার হতে হবে। এই ধাপগুলো পার হওয়ার পর একটি পূর্ণাঙ্গ জি-মেইল একাউন্ট কার্যকর হবে।
প্রথমে আপনাকে ইন্টারনেট কানেক্ট করার পর কোন ব্রাইজার (মজিলা, গুগলক্রমি ইত্যাদি) ওপেন করতে হবে। তারপর উপরে এড্রেস বারে লিখতে হবে (www.gmail.com) দিয়ে এন্টার দিতে হবে এই পেজটি ওপেন হবে।

১) আপনার নিজের নাম
২) আপনার নামের শেষ অংশ বা টাইটেল
৩) মেইল এড্রেস। (এখানে আপনার পছন্দ মত কিছু দিলে তা হয়তো নাও নিতে পারে, তাই পরিবর্তন করে করে দেখতে হবে কোনটা সঠিক হবে।
৪) তারপর আপনার মনের মত করে একটা পাসওয়ার্ড (যেমনঃ @নাম#সংখ্যা#@ ইত্যাদি)
৫) নিচে পুনরায় একই পাসওয়ার্ড দিতে হবে।
৬) স্কিপ দি ভ্যারিফিকেশন এর ঘরে টিক দিতে পারেন অথবা নিচে টাইপ দ্যা টেক্স ঘরে উপরের সংখ্যাগুলি লিখতে পারেন।
৭) এরপর আপনি আপনার লোকেশন অর্থাৎ কোন দেশ থেকে জি-মেইল একাউন্ট খুলছেন সেই দেশের নাম।
৮) এবার নিচের ঘরে টিক চিহ্ন দিয়ে নেকস্ট স্পেট এ ক্লিক করুন।

৯) এরপর আপনার ফোন ভেরিফিকেশন এর জন্য মোবাইল নম্বর দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন।

আপনার মোবাইলে এবং ভেরিফিকেশন কোড যাবে সেটি এন্টার দি ভেরিফিকেশন কোড ঘরে লিখুন এবং কন্টিনিউ চাপুন। আর যদি এই অপশনটি না আসে তাহলে পরবর্তীতে নেকস্ট চেপে যান।
১০) এবার কন্টিনিউয়াস টু জি-মেইল বাটনে ক্লিক করলে আপনার কাঙ্খিত জি-মেইলটি খুলে যাবে।
ভালো লাগলো ......
ReplyDeletenice post
ReplyDelete