Saturday, 28 September 2013

কিভাবে জি-মেইল একাউন্ট খুলতে হয়!

যারা ইন্টারনেট জগতে জিমেইল এ প্রথম পদার্পন করেছেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রায়াস। অনেকে হয়তো জানেন অতীতে কবুতর, কুকুর ও বিভিন্ন পশু-পাখি দিয়ে খবর চিঠির মাধ্যমে আদান প্রদান হতো এবং তাতে সময় লাগতো অনেক। কিন্তু বিজ্ঞানের বিস্তার প্রসারের ফলে অতীতের কয়েক দিনের সময়কে এখন কয়েক সেকেন্ডের মধ্যে আনা হয়েছে। তাই এখন আর কোথাও চিঠি, ছবি ইত্যাদি দিতে কয়েক দিনের সময় নিয়ে বসে থাকতে হয় না। এখন কয়েক সেকেন্ডের মধ্যে তা পাঠিয়ে দেওয়া যায় নির্দিষ্ট গন্তব্য স্থলে। তাই নির্দিষ্ট গন্তব্য স্থলে পাঠিয়ে দেওয়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে মেইল (mail)। তা হোক জি-মেইল, ইয়াহু-মেইল ইত্যাদি। আমি নতুনদের জানাতে চাই কিভাবে একটি জি-মেইল, ইয়াহু-মেইল খুলতে হয়।
ইন্টারনেটের মাধ্যমে জি-মেইল খুলতে গেলে কয়েকটি ধাপ পার হতে হবে। এই ধাপগুলো পার হওয়ার পর একটি পূর্ণাঙ্গ জি-মেইল একাউন্ট কার্যকর হবে।
প্রথমে আপনাকে ইন্টারনেট কানেক্ট করার পর কোন ব্রাইজার (মজিলা, গুগলক্রমি ইত্যাদি) ওপেন করতে হবে। তারপর উপরে এড্রেস বারে লিখতে হবে (www.gmail.com) দিয়ে এন্টার দিতে হবে এই পেজটি ওপেন হবে।



১) আপনার নিজের নাম
২) আপনার নামের শেষ অংশ বা টাইটেল
৩) মেইল এড্রেস। (এখানে আপনার পছন্দ মত কিছু দিলে তা হয়তো নাও নিতে পারে, তাই পরিবর্তন করে করে দেখতে হবে কোনটা সঠিক হবে।
৪) তারপর আপনার মনের মত করে একটা পাসওয়ার্ড (যেমনঃ @নাম#সংখ্যা#@ ইত্যাদি)
৫) নিচে পুনরায় একই পাসওয়ার্ড দিতে হবে।
৬) স্কিপ দি ভ্যারিফিকেশন এর ঘরে টিক দিতে পারেন অথবা নিচে টাইপ দ্যা টেক্স ঘরে উপরের সংখ্যাগুলি লিখতে পারেন।
৭) এরপর আপনি আপনার লোকেশন অর্থাৎ কোন দেশ থেকে জি-মেইল একাউন্ট খুলছেন সেই দেশের নাম।
৮) এবার নিচের ঘরে টিক চিহ্ন দিয়ে নেকস্ট স্পেট এ ক্লিক করুন।

৯) এরপর আপনার ফোন ভেরিফিকেশন এর জন্য মোবাইল নম্বর দিবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন।



আপনার মোবাইলে এবং ভেরিফিকেশন কোড যাবে সেটি এন্টার দি ভেরিফিকেশন কোড ঘরে লিখুন এবং কন্টিনিউ চাপুন। আর যদি এই অপশনটি না আসে তাহলে পরবর্তীতে নেকস্ট চেপে যান।

১০) এবার কন্টিনিউয়াস টু জি-মেইল বাটনে ক্লিক করলে আপনার কাঙ্খিত জি-মেইলটি খুলে যাবে।

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...