Monday, 18 August 2014

মেয়েরা কেন বড়লোক ছেলে বিয়ে করে ??

friends and adda
আমরা বেশির ভাগ সময় দেখি একটি মেয়ে তার প্রেমিক কে ছেড়ে অন্য একটা ছেলেক বিয়ে করছে।  এর কারণ কি ..?

# প্রথমত একটা মেয়ের মানষিক বয়ষ একটা ছেলের থেকে ৩-৫ বছর বেশি হয় । যেমন একটা ছেলে সেক্স সম্পর্কে যেই বয়সে জানবে একটা মেয়ে ঠিক তার ৩-৫ বছর আগেই জানবে ।।
# একটা ছেলে ঘর সংসার বিয়ে স্বপ্ন দেখে প্রাপ্ত বয়স্ক হওয়ার
পরে । অথচ একটা মেয়ে সংসারের স্বপ্ন দেখে সসেই ছোট বেলা থেকে যখন সে পুতুল খেলে সেই সময় সে পুতুলটাকে নিজের সন্তান মনে করে । এবং নিজের মনের অজান্তে তার এই ইচ্ছাটা মনে থেকে যায়।
# মেয়েদের একটা পর্যায় পুতুল খেলার বয়সটা চলে যায়, মূলত সেই সময় টাই সে প্রাপ্ত বয়স্ক হওয়া ধরে । সেই সময় থেকেই সে নিজে নিজে মনে মনে কল্পনায় একটা সংসার সাজায় যেই খানে তার স্বামী থাকে অনেক বড়লোক বা অনেক সুন্দর, মোট কথা তার স্বামী থাকে হিরো টাইপের কেউ। আবার সে নিজের মনের অজান্তে এই একটা ইচ্ছা সে রোপণ করে মনের ভিতরে ।।
# আর একটা ছেলে সে বয়সে নিজেকে কোন একটা ছবির হিরো বা ভাল খেলোয়াড় ইত্যাদি মানে যেটা তার ভাল লাগে তার সর্ববোচ্চ শিখরে সে নিজেকে কল্পনা করে।। তখন সে কিন্তু কোন মেয়ের কল্পনা করে না বা তার চিন্তায় কোন মেয়ে আসে না আসলেও সেটা তার ভাল বাসা রূপে না প্রতিদন্দি রূপে আসে ।।

তার পরেই আসে সেই ভংকর সময় (মেয়েদের ১৩-১৬) (ছেলদের ১৫-১৮) । এই সময় তারা প্রেমে পড়ে যাকে বলে যৌবনের প্রথম প্রেম । এই সময় তাদের সকল কল্পনা হয় প্রেমিক-প্রেমিকাকে ঘিরে সেখানে ছেলেটার নায়িকা থাকে মেয়ে মেয়েটার নায়ক থাকে ছেলেটা । অনেকটা ঘোরের মত । তাদের সামনে যত সুন্দর ছেলে বা মেয়ে আসে তাতে তাদের কিছু যায় আসে না ।। তারা তারাই থাকে ।।
 
এইবার আসে সেই আসল সময়।। আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা মেয়ের বিয়ে বয়স একটা ছেলের বিয়ের বয়সের ৪-৭ বছর আগে হয়ে যায় ।।
.
তখন মেয়েটা কে বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেয় মেয়েটা প্রথমে অমত করে । পরে পারিবারিক চাপ ও বুঝের মাধ্যমে তার সেই ছোট বেলার সেই সন্তান আর হিরো টাইপের স্বামীর কথা মনের ভিতর জেগে উঠে । আর মেয়েটাও তখন কিছুটা লোভে পড়ে যায়! লোভ নেই এমন ছেলে অনেক পাবেন, কিন্তু লোভ নেই এমন মেয়ে পাওয়া আর নজরুল, রবিন্দ্রনাথ , পাওয়া একই কথা । ( যে মেয়ে বলবে আমার লোভ নাই মনে করবেন ওর লোভ আরো বেশী ! ) ।
 
 সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটঃ
এই ক্ষেত্রে অবশ্যই মেয়ের বিয়েটা পরিবার থেকে যার সাথে ঠিক করা হয়েছে তার অবস্থা তার বর্তমান প্রেমিকের থেকে অবশ্যই অবশ্যই ভাল থাকবে।।
.
পরে কয়েকটা ঘটনা ঘটে........................

* মেয়েটা পালিয়ে যায় ( যদিও এইটা হাজারে ১-২ টা হয়) ।।

* অনেক সময় মেয়ের পরিবার ছেলের পরিবারের সাথে একটা চুক্তি করে যে পড়াশুনা শেষ হলে তাদের বিয়ে দিব এই জাতীয় চুক্তি । ( যদিও এইটা হাজারে ১-২ টা হয়)
* ছেলেটা কয়েক বছর সময় চাইবে মেয়ে রাজি হবে না ।।
* ছেলেটা মেয়েটাকে পালিয়ে আসতে বলবে মেয়ে রাজি হবে না ।
*মেয়েটা ছেলেটাকে পাত্তাই দিবে না ।। ( এইটাই বেশি হয়)
* মেয়েটা ছেলেটা কে বলবে দেখ যা গেছে গেছে এখন সব ভুলে যাও আগে নিজে প্রতিষ্ঠিত হও
 আমার থেকে অনেক ভাল  মেয়ে তুমি পাবে ।
*আবার অনেক সময় মেয়েটা আসতে চায় বাট ছেলে নিতে চায় না ।( যদিও এইটা হাজারে ১-২ টা হয়)

এর পরে পারিবারিক বুঝটা চলে যায় তখন মেয়েটার ভিতর চলে আসে লোভ শাড়ি,গয়না ইত্যাদি ইত্যাদি , যেহেতু নতুন বিয়ে এই সবের অভাব হয় না । আগের ছেলেটার স্থান পূর্ণ করে নেয় তার স্বামী আর অবসর সময়টা নেয় তার আগত সন্তানের কল্পনা ।।

এই লোভী মেয়ে গুলা কখন জ্বলে জানেন যখন তার এক্স প্রেমিক তার স্বামী থেকে বড় কোন অবস্থানে চলে যায় তখন যখন তার এক্স প্রেমিক তার থেকে ( মেয়েটা) বেশি সুন্দর একটা মেয়ে বিয়ে করে তখন তার ভিতর যে কি পরিমাণ জ্বলা জলে কল্পনা করতে পারবেন না ।।
.
আবার দেখা যায় মেয়েটা ছেলেটার যেই পরিমাণ ধন-সম্পদ আছে শুনে বিয়ে করে বিয়ের পড়ে দেখা যায় আসলে তা নাই তার থেকে অনেক কম । তখন মেয়েটার ভিতর যে কি পরিমাণ জ্বলা জলে  ভাবতেও পারবেন না ।। (বিয়ের সময় সবাই বিশেষ করে যে বিয়েটা পরিচালনা করে সে সব কিছু বেশি বেশি করে বলে দেখায় হাতির ৫ পা, পরে দেখা যায় আসলে এইটা ৩ পায়া হাতি ) আর তখনি মেয়েটা তার নিজের স্বামীকে অবেহেলা করতে শুরু করে সংসারে আসে অশান্তি ।
.
নোটঃ একটা মেয়ে একটা ছেলেক টাকার লোভে ছেড়ে যাবে কিন্তু একটা ছেলে কোন দিন একটা মেয়েকে টাকার জন্য ছেড়ে যাবে না ।।
.
নোটঃ অনেক ছেলে সুন্দরী নতুন একটা পেলে পুরনোটা কে ভুলে নতুনের হাত ধরে সুন্দরের লোভে ।। 

বিঃদঃ সবাই সমান নয় ,

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...