তুমি জানবেনা কোনদিন,
কোথায় আছি একলা আমি কেমন করে,
তুমি জানবেনা কোনদিন,
তোমায় ডাকি কেন আজো ঘুমের ঘোরে,
তুমি জানবেনা কোনদিন,
কেন কাঁদি আড়ালে আমি,
তোমার চিঠি পড়ে।।
তুমি জানবেনা, একলা কেন আকাশ দেখি,
শেষ বিকেলে।
তুমি জানবেনা, স্মৃতির জলে ভিজি কেন,
বৃষ্টি এলে।
তুমি জানবেনা কোনদিন,
কেন কাঁদি আড়ালে আমি,
তোমার চিঠি পড়ে।।
তুমি জানবেনা, বুকের ভিতর পুরনো সুর,
কেন বাজে,
তুমি জানবেনা, কেন আমি পালিয়ে বেড়াই,
নিজের মাঝে,
তুমি জানবেনা কোনদিন,
কেন কাঁদি আড়ালে আমি,
তোমার চিঠি পড়ে।।
কোথায় আছি একলা আমি কেমন করে,
তুমি জানবেনা কোনদিন,
তোমায় ডাকি কেন আজো ঘুমের ঘোরে,
তুমি জানবেনা কোনদিন,
কেন কাঁদি আড়ালে আমি,
তোমার চিঠি পড়ে।।
তুমি জানবেনা, একলা কেন আকাশ দেখি,
শেষ বিকেলে।
তুমি জানবেনা, স্মৃতির জলে ভিজি কেন,
বৃষ্টি এলে।
তুমি জানবেনা কোনদিন,
কেন কাঁদি আড়ালে আমি,
তোমার চিঠি পড়ে।।
তুমি জানবেনা, বুকের ভিতর পুরনো সুর,
কেন বাজে,
তুমি জানবেনা, কেন আমি পালিয়ে বেড়াই,
নিজের মাঝে,
তুমি জানবেনা কোনদিন,
কেন কাঁদি আড়ালে আমি,
তোমার চিঠি পড়ে।।
No comments:
Post a Comment