Sunday, 17 August 2014

আমার জন্মদিন এবং বন্ধুদের ভালোবাসা

mizan birthday cake
শুভ জন্মদিন! Happy BirthDay !
কথাটা শুনে একটা মৃদু ভালো লাগায় মন ভরে যায়না এমন মানুষের সংখ্যা নগণ্য। মানুষ যেদিন জন্ম নেয় সেদিনটাকে একান্তই তার নিজের ভাবে, এ তারিখটার সাথে আলাদা একটা টান সে অনুভব করে। এদিন সে এই সুন্দর পৃথিবীতে এসেছিল। সেদিন সবাই তাকে মনে করে অভিবাদন জানায়, উপহার দেয়। আরো অনেক মানুষের মনের মধ্যে আমার একটা স্থান আছে – এই বোধ মানুষকে যত সুখী করে, অন্য কোন কিছুই তাকে এতটা পরিতৃপ্ত করেনা।বিশেষ করে বন্ধুদের মনের স্থান তো অতুলনীয়। জন্মদিনের আবেদনটা তাই

স্বাভাবিকভাবেই অনেক পরিব্যপ্ত।

mizan birthday
গতকাল আমার জন্মদিন ছিলো । আমি সত্যি আনন্দিত আমার বন্ধুদের এই ভালবাসার আয়োজন দেখে। কোনদিন ও ভুলার মত নয়, কোনদিনও ভুলবো ও না। এমন আনন্দের দিন আর কবে আসবে জানিনা। এমন উন্মাতাল আনন্দ হয়তো এটাই শেষ।হয়তোবা আবার আসবে, তবে সেটা কবে, কোথায় আমরা কেউ বলতে পারবো না। কফি হাউজের আড্ডার মত হয়তোবা একদিন সবাই হারিয়ে যাবো।থেকে যাবে আড্ডার সেই স্মৃতিগুলো।


খুব বেশি বন্ধু পাইনি জীবনে, চাইওনি হয়তো। কোয়ানটিটির চাইতে কোয়ালিটির মুল্য বরাবরই আমার কাছে বেশি। যে কয়জনের লাইফের অংশ হতে পেরেছি, প্রত্যেকেই নিজ নিজ গুনে আমার চোখে অসাধারণ। আমার কাছে বন্ধু মানে বরাবরই আমার ফ্যামিলির বাইরে সেকেন্ড ফ্যামিলি। আমার মতে ফ্যামিলির বাইরে শুধুমাত্র বন্ধুদের কাছেই কোন কারন ছাড়া অযৌক্তিক সব আবদার করা চলে এবং তা পাওয়ার আশা ও বিশ্বাসও হান্ড্রেড পারসেন্ট কাজ করে!এবং তার প্রমানও পেয়েছি অনেকবার। 

জন্মদিনে আমার বন্ধুরা
mizan Birthday party
বৃষ্টিতে ভিজে সবাই আমার জন্মদিনের পার্টিতে। ভাবতেই ভালো লাগে।কেউ একজনকে খুব বেশি মিস করছি। তবে যতটুকু মিস করার কথা ততটুকু মিস করতে দেয়নি আমার প্রিয় বন্ধুরা। অন্য কাউকে নিয়ে ভাবার সময় ই দেয় নি ওরা।  সুখ দুঃখের সময় বন্ধুদের কাছে পাওয়াই সবচেয়ে বড় আনন্দ। কস্টের মুহূর্তে সবাই ই আমার পাশে ছিলো। এর জন্য সত্যি আমি কৃতজ্ঞ।আমার কাছে কখনই আমার কোন বন্ধুর কোন দোষ ছিল না, সবগুলা একেকটা ছোটখাট গার্জিয়ান এঞ্জেল!
তবুও কখনো কিছু  বন্ধু হারিয়ে যায়, কিছু বন্ধু ক্রমেই দূরে সরে যায়। আবার কখনো নিজেই সরে যেতে হয় বন্ধুদের ছেড়ে। এটাই জীবন।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...