![]() |
mizan birthday cake |
কথাটা শুনে একটা মৃদু ভালো লাগায় মন ভরে যায়না এমন মানুষের সংখ্যা নগণ্য। মানুষ যেদিন জন্ম নেয় সেদিনটাকে একান্তই তার নিজের ভাবে, এ তারিখটার সাথে আলাদা একটা টান সে অনুভব করে। এদিন সে এই সুন্দর পৃথিবীতে এসেছিল। সেদিন সবাই তাকে মনে করে অভিবাদন জানায়, উপহার দেয়। আরো অনেক মানুষের মনের মধ্যে আমার একটা স্থান আছে – এই বোধ মানুষকে যত সুখী করে, অন্য কোন কিছুই তাকে এতটা পরিতৃপ্ত করেনা।বিশেষ করে বন্ধুদের মনের স্থান তো অতুলনীয়। জন্মদিনের আবেদনটা তাই
স্বাভাবিকভাবেই অনেক পরিব্যপ্ত।
![]() |
mizan birthday |
খুব বেশি বন্ধু পাইনি জীবনে, চাইওনি হয়তো। কোয়ানটিটির চাইতে কোয়ালিটির মুল্য বরাবরই আমার কাছে বেশি। যে কয়জনের লাইফের অংশ হতে পেরেছি, প্রত্যেকেই নিজ নিজ গুনে আমার চোখে অসাধারণ। আমার কাছে বন্ধু মানে বরাবরই আমার ফ্যামিলির বাইরে সেকেন্ড ফ্যামিলি। আমার মতে ফ্যামিলির বাইরে শুধুমাত্র বন্ধুদের কাছেই কোন কারন ছাড়া অযৌক্তিক সব আবদার করা চলে এবং তা পাওয়ার আশা ও বিশ্বাসও হান্ড্রেড পারসেন্ট কাজ করে!এবং তার প্রমানও পেয়েছি অনেকবার।
![]() |
mizan Birthday party |
তবুও কখনো কিছু বন্ধু হারিয়ে যায়, কিছু বন্ধু ক্রমেই দূরে সরে যায়। আবার কখনো নিজেই সরে যেতে হয় বন্ধুদের ছেড়ে। এটাই জীবন।
No comments:
Post a Comment