আগের মত সেই ঈদের দিন গুলো নেই। আগের রাতে সেকি উত্তেজনা!! কত ভাবনা মনে উদয়! কত উচ্ছ্বাস! নতুন জামা, জুতা পড়ে বিছানার উপর নাচানাচি করা। বিছানা থেকে নামতে না চাওয়া যদি জুতায় মাটি লেগে নষ্ট হয়ে যায়??
ঈদের দিন সবার সাথে বেলুন নিয়ে খেলা করা। সমবয়সী যার জামা যত বেশী দামী সে তার টা নিয়ে
গর্ব করা। ঈদের দিন কোন পড়াশোনা নেই সেটাই সবচেয়ে বড় আনন্দ ছিলো।
রাতে বিটিভির অনুষ্ঠান দেখার জন্য উন্মাদ হয়ে থাকা। সমবয়সীদের মাঝে কে কত বেশী সালামি আদায় করতে পারে তা নিয়ে প্রতিযোগিতায় নামা।
চুপিচুপি রান্নাঘরে বারবার উকি মেরে দেখা রান্না আর কত দেরী। নাক ভরে মাংসের ঘ্রাণ নেয়া।
ঈদের সময় মেহমান আসার অপেক্ষায় থাকা কারণ মেহমানরা তো খালি হাতে আসতেন না। সারাদিন ডানপিটে স্বভাবের হয়ে কাটিয়ে দেয়া।
সেইসব দিনগুলোতে ফিরে যেতে অনেক ইচ্ছে করে। আসলে সময় এমন একটি জিনিস যা মানুষকে অহরহ পাল্টে দেয়। এখনকার জীবন টা এক ঘেয়ো হয়ে গেছে। ঈদ এখন ফেসবুক আর মেসেজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। অনেক কিছুতেই আগের সেই আগ্রহ কাজ করেনা।
তবুও আমার সকল বন্ধুকে জানাই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
No comments:
Post a Comment