এবারের বিশ্বকাপে মেসির পারফরম্যান্স খুব মনে করিয়ে দিচ্ছে ছিয়াশির
ম্যারাডোনাকে। তিন ম্যাচের তিনটিতেই স্কোর, আর হালি খানেক গোলের সুযোগ
সৃষ্টি তো আছেই। তিন ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা। সবচেয়ে বড় কথা, তিন ম্যাচেই
পেয়েছেন জয়। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ মিশনে মেসির একক ভূমিকা তাই মনে
করিয়ে দিতেই পারে ছিয়াশির ম্যারাডোনাকে। গোটা দলকে অপূর্ব কারিশমায় একা
টেনে নিয়ে যান কেবল ওই কিংবদন্তিরাই।
No comments:
Post a Comment