অনেকেই আর্জেন্টিনার গতকালের ম্যাচ নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন, তাদের উদ্দ্যশ্যে বলছি হ্যা, আর্জেন্টিনার আর একটু ভালো খেলা উচিৎ ছিলো। কিন্তু বসনিয়াকে যারা সামান্য দল হিসাবে দেখছেন তাদের বলছি একটু খেয়াল করুন, বাছাইপর্বের ১০ ম্যাচে মাত্র ১ টি ম্যাচ হেরেছে বসনিয়া। প্রতিপক্ষের জালে বল দিয়েছে ৩০ টি, গড়ে প্রতি ম্যাচে ৩ টি।গোল হজম করেছে মাত্র৬ টি। কিভাবে বসনিয়াকে এত ছোট করে দেখেন ?? তারা এর আগে বিশ্বকাপে আসতে পারেনি সত্যি, কিন্তু এবার তারা নতুন হলেও অনেক ব্যালেন্সড দল। সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর কোন দরকার নাই।
আর ব্রাজিল সাপোরটাদের বলছি, ২০১২ সালের ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখে এই বসনিয়াই আপনাদের মুখোমুখি হয়েছিলো জানেন ??? আমি শিউর ৯৮% সাপোরটাররা জানেন না।তর্কের খাতিরে এগুলো জেনে রাখা ভালো তাইনা? সেই ম্যাচেও কিন্তু ব্রাজিল বনাম বসনিয়ার একি ফলাফল ছিলো । অর্থাৎ ২-১, তাহলে কোন যুক্তিতে গত ম্যাচ নিয়ে এত কথা বলেন ? এবার থামুন !!
গত ম্যাচের চিন্তা বাদ দিয়ে এবার ব্রাজিলিয়ান্দের মাথায় আর একটা পিঁপড়ে ডুকিয়ে দেই, আপনাদের আগামী ম্যাচ মেক্সিকোর সাথে তাইনা ? আপনাদের প্রতিপক্ষ মেক্সিকোকে কিন্তু এই মাসে্র ৪ তারিখে এই দুর্বল বসনিয়াই ১-০ গোলে হারিয়েছে। সুতরাং আপনাদের যুক্তিতেই যখন বসনিয়া দুর্বল তখন অবশ্যই বসনিয়া থেকে মেক্সিকো আরো বেশী দুর্বল। যেহেতু মেক্সিকোকে বসনিয়া হারিয়েছে।
এবার আমরা আর্জেন্টাইনরা অপেক্ষায় আছি বসনিয়ার চেয়েও দুর্বল টিম মেক্সিকো কে ব্রাজিল কত গোলের ব্যাবদানে হারাতে পারে ।
আর ব্রাজিল সাপোরটাদের বলছি, ২০১২ সালের ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখে এই বসনিয়াই আপনাদের মুখোমুখি হয়েছিলো জানেন ??? আমি শিউর ৯৮% সাপোরটাররা জানেন না।তর্কের খাতিরে এগুলো জেনে রাখা ভালো তাইনা? সেই ম্যাচেও কিন্তু ব্রাজিল বনাম বসনিয়ার একি ফলাফল ছিলো । অর্থাৎ ২-১, তাহলে কোন যুক্তিতে গত ম্যাচ নিয়ে এত কথা বলেন ? এবার থামুন !!
গত ম্যাচের চিন্তা বাদ দিয়ে এবার ব্রাজিলিয়ান্দের মাথায় আর একটা পিঁপড়ে ডুকিয়ে দেই, আপনাদের আগামী ম্যাচ মেক্সিকোর সাথে তাইনা ? আপনাদের প্রতিপক্ষ মেক্সিকোকে কিন্তু এই মাসে্র ৪ তারিখে এই দুর্বল বসনিয়াই ১-০ গোলে হারিয়েছে। সুতরাং আপনাদের যুক্তিতেই যখন বসনিয়া দুর্বল তখন অবশ্যই বসনিয়া থেকে মেক্সিকো আরো বেশী দুর্বল। যেহেতু মেক্সিকোকে বসনিয়া হারিয়েছে।
এবার আমরা আর্জেন্টাইনরা অপেক্ষায় আছি বসনিয়ার চেয়েও দুর্বল টিম মেক্সিকো কে ব্রাজিল কত গোলের ব্যাবদানে হারাতে পারে ।
No comments:
Post a Comment