Friday, 9 May 2014

বন্ধুত্বের চক্র

বন্ধু, ফ্রেন্ড
friendship
বন্ধুত্ব ততক্ষণ ই টিকে থাকে যতক্ষণ ওই মানুষগুলো দাঁড়িপাল্লার একই পাশে অবস্থান করে। যখন ই অবস্থার পরিবর্তন ঘটতে শুরু করে বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করে। যখন দুইটা মানুষ প্রায় সব দিক থেকে একই রকম অবস্থায় থাকে তখন ই তাদের মধ্যে
বন্ধুত্ব গড়ে ওঠে, হয় সেটা মন-মানসিকতা, কিংবা অর্থনৈতিক দৃষ্টিকোন কিংবা মেধার বিচারে।

এই দুটো মানুষের একজন যখন উপরে চলে আসে, নিচে থাকা মানুষটির সাথে তার যোগাযোগ কমতে থাকে একসময় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। উপরে ওঠা মানুষটি নতুন কাউকে বন্ধু করে নেয়, তার সাথেই সময় ব্যয় করে। তেমনি নিচে রয়ে যাওয়া মানুষটি চলে যাওয়া মানুষের স্থান পূরণ করে নেয় অন্য কারো সাথে বন্ধুত্ব করে।

এভাবেই বন্ধুত্বের চক্র এগিয়ে যেতে থাকে। আজ যার সাথে খুব কথা হয়, যার সাথে কথা না বলে থাকা যায় না, একসময় দেখা যায় তার সাথে নাম মাত্র যোগাযোগ আছে, আগের সেই ঘনিষ্ঠতা নেই। সময়ের স্রোতে সম্পর্ক ভাঙতে থাকে গড়তে থাকে, এই ভাঙ্গা গড়ার মধ্যে দিয়েই চলে যেতে থাকে জীবনের মূল্যবান সময় কিংবা বেঈমান সময়। কিছু দেয়া আর অনেক কিছু কেড়ে নেয়াই যার ধর্ম। সে কিছু দেয়, আর সেই কিছুকেই আঁকড়ে ধরে যখন মানুষ নতুন স্বপ্ন বোনে, অনেক আপন করে নেয়, সে তা কেড়ে নেয়।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...