“”তোমার চোখে, সুখের স্বপ্ন
আমার চোখে আছে বেদনার জল,
সুখে থাকো তুমি, ছেড়ে যাবো আমি,
এই পৃথিবীর কোলাহল “”
কেমন আছ তুমি? খুব ভালো আছো তাইনা ?
তাই তো হওয়ার কথা। ভালো থাকার জন্যই তো আমাকে ভুলে গেলে।সুখী হওয়ার জন্যই তো আমাকে
ভুলে গেলে।তুমি ভালো থাকলে আমিও ভালো থাকতাম। কিন্তু তুমি ভালো আছো কি-না তাতো
জানিনা।কি করে বলো আমি ভালো থাকি?যদি কোন ভাবে জানতে পারতাম তুমি ভালো আছো তবে আমি
ভালো থাকতাম।ভালো আছো কি-না জানালে খুব ভালো হত।প্লিজ একটা মেসেজ দিয়ে হলেও শুধু এ
কথাটা লিখো “আমি অনেক ভালো আছি” । আমি আর কোন প্রশ্ন করবো না। তোমার কি জানতে ইচ্ছা হয়
আমি কেমন আছি ? ধুর, কি বোকার মত প্রশ্ন করলাম।তোমার কেনই বা এমন ইচ্ছা হবে।আমি তো
জীবনের অনেক অতীত, তাই না।অতীত কি কেউ মনে রাখে? শুধু আমি অতীত মনে করে কষ্ট পাই।
কি করবো বলো।আমার যে অতীত ছাড়া আর কিছুই নাই। আমি যে আগের মতই রাতে তোমার সাথে কথা
বলি।মোবাইল হাতে থাকে সারা রাত। হাত থেকে রাখি, আবার হাতে নেই।কিছু লিখি, তোমার
পুরোনো নাম্বারে সেন্ড করি।যখন মনে হয়
তুমি তো দেখবে না এগুলা তখন আবার একা একা হাসি।
আজকের দিনটার কথা মনে আছে? খুব ইচ্ছা
হচ্ছে তোমাকে নিয়ে কোন যায়গায় ঘুরতে যাব। আসার সময় তুমি তাড়াহুড়া করবে, আর আমি
আসতে চাইবো না।দু-জনে নতুন নতুন স্বপ্ন আঁকবো।তোমাকে নিয়ে আরো অনেক স্বপ্ন দেখতে
ইচ্ছা করে। কিন্তু কিভাবে ?
আজ সারাদিন তোমার সব ছবিগুলা দেখলাম,
তোমার দেয়া মেসেজ গুলা পড়লাম, তোমার বলা কথা শুনলাম।বার বার সিদ্ধান্ত নেই তোমাকে
আর মনে রাখবো না, মনে করবো না। কিন্তু বারবারই নিজের কাছে হেরে যাই। যত ভুলতে
চেষ্টা করি ততই মনে পড়ে।কেন যে তোমার মত নিষ্ঠুর হতে পারিনা।
তোমাকে নিয়ে আর কোনো দিন লিখি বা না
লিখি, প্রতি ৬ তারিখ একটা লিখা পাবেই। ভালো থেকো তুমি,ভালো থাকুক তোমার মন। আর
হ্যা তোমার সেই প্রিয় মানুষটা কেমন আছে জানালে খুশী হতাম।
No comments:
Post a Comment