Tuesday, 27 May 2014

আর্জেন্টিনা মাই লাভ



মেসি

খুব নিকটেই ২০১৪ ফিফা বিশ্বকাপ, ফুটবলে বাংলাদেশ থাকলে অবশ্যই আমার/ আপনাদের সবার প্রথম সাপোর্ট থাকতো বাংলাদেশএরপর অন্যদেশ যেহেতু বাংলাদেশ নাই তাই অন্য একটা দেশকে তো সাপোর্ট করতেই হয়কেউ কেউ আবার এই রকম সাপোর্ট পছন্দ করেন নাওদের যুক্তি আর্জেন্টিনা বা ব্রাজিল সাপোর্ট করলে আমার কি লা্ভ  হবে? ওরা কি আমাদের কিছু দিবে? ইত্যাদি ধরনের প্রশ্ন করে বসে থাকেন

আমি ওদের প্রশ্নের উত্তর এভাবেই দিতে চাই, খেলা আমরা দেখি আসলে উপভোগের জন্যকিছু পাওয়ার জন্য নয়বাংলাদেশ যখন ক্রিকেট খেলে তখন আমরা খাওয়া গোসল বাদ দিয়ে পাগলের মত খেলা দেখি আসলে কিছু পাওয়ার জন্য নয়বাংলাদেশ জিতলে সরকারও আমাদের কিছু দেয় না, সাকিব মুশফিকরাও আমাদের কিছু দেয় না। আমরা শুধুমাত্র আনন্দের জন্য খেলাটাকে উপভোগ করে থাকি। খেলাতে দুই ধরনের সাপোরটার না থাকলে আসলে খেলা দেখতে ইন্টারেস্ট পাওয়া যায় না।

যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনা বিশ্বের মাঝে ভালো ফুটবল খেলে, এবং ভালো ভালো তারকারাও কিন্তু ওই দুই দলে। তাই বাংলাদেশে ওই দুই দলের সাপোরটারই বেশী। অনেকে অনেক কারনে ব্রাজিল/আরজেন্টিনা সাপোর্ট করে থাকে।ব্রাজিল সব থেকে বেশী বিশ্বকাপ জিতেছে এ জন্য অনেকে ব্রাজিল সাপোর্ট করেন। আবার কাকা, রোনালদো, ম্যরাডোনা, মেসির মত তারকাদের জন্য অনেকেই ব্রাজিল বা আর্জেন্টিনা সাপোর্ট করেন। অনেকে আবার আমার ফ্যামিলির সবাই ব্রাজিল বা আর্জেন্টিনা তাই আমি ব্রাজিল/ আর্জেন্টিনা সাপোর্ট করি এমন উক্তিও বলেন।

যে, যে কারনেই যে দল সাপোর্ট করেন, আমি কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করি।
Ø      প্রথম কারন হলো আমি ছন্দময় খেলা পছন্দ করি, আর আর্জেন্টিনা ছন্দময় খেলে।
Ø      দ্বিতীয় কারন মেসি আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার। আর মেসি আর্জেন্টিনার হয়ে খেলে তাই আমি আর্জেন্টিনার সাপোরটার।
Ø      তৃতীয় কারন, আর্জেন্টিনার প্লেয়ার অনেক ভদ্র অন্য দলের প্লেয়ারদের তুলনায়। অন্তত ব্রাজিলের প্লেয়ারদের তুলনায় ভদ্র তাই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। 

মোট কথা, যদি আপনি সুন্দর খেলা দেখতে চান, তবে অবশ্যই আর্জেন্টিনার খেলা দেখতে হবে।আর যদি মনে করেন, আরে দূর সুন্দর খেলা দিয়ে কি হবে কারা বিশ্বকাপ বেশী নিলো আমি তাদের সাপোরটার,ওরা সুন্দর খেলুক আর না খেলুক জিতবে তো, তাইলে তো আর বলা লাগবে না কোন দল সাপোর্ট করবেন। খেলার মাঝে দু- চারটা  মারপিঠ ও ফ্রি দেখতে পারবেন।

বিঃ দ্রঃ কারো মনে আঘাত লাগলে ক্ষমা কইরেন।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...