Sunday, 25 May 2014

বন্ধু মানে

friends and adda
বন্ধুত্ব
বন্ধু মানে এক কাপ চা,
তিনজনে মিলে খাওয়া।
বন্ধু মানে হাসতে হাসতে,
হঠাত্ রেগে যাওয়া।

বন্ধু মানে ডিউ/ফান্টার
শেষ চুমুকটি রেখে দেয়া।
বন্ধু মানে একই রিক্সায়,
চারজনের ঠাসাঠাসি বসা।
বন্ধু মানে প্রেমে 'ছ্যাঁকা খাইছি',
শুনেও উচ্চস্বরে হাঁসা।

বন্ধু মানে কাধেঁর উপর,
হাত লাগিয়ে হাঁটা।
বন্ধু মানে অগোচরে
ষ্টিকার পিঠেঁ সাঁটা।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...