Sunday, 27 April 2014

এখনো বিয়ের বয়স হয়নি।

কিছু দিন আগে একটা আংকেল আর আন্টি আমার সমবয়সী একটা মেয়েকে নিয়ে আমাদের বাসায় ঘুরতে এসেছিল। মেয়েটা দেখতেও অনেক সুন্দরী ছিল। আমি সবসময় সিঙ্গেল থাকায় বরাবরের মতো আবার ক্রাশ খেয়েছিলাম। তবে কেউ সেটা জানে না।
তো আম্মুর সাথে অনেক ফ্রি হওয়ার

কারনে আম্মুকেই সবার আগে কথাটা বলেছিলাম। শুনে আম্মু অনেক হাসতে হসতে আমার জন্য দুঃখ প্রকাশ করেছিল। কারণ ওই মেয়েটা আর তার আব্বু-আম্মু নাকি তার বিয়ের দাওয়াত দিতেই আমাদের বাসায় এসেছিল।
কাহিনী হলো মেয়েটা একটা ছেলেকে ভালবাসত। আর ছেলেটার পরিবারসহ সব আনুসাঙ্গিক বিষয় মেয়ের আব্বু-আম্মুর ভালো লাগায় তারা দুই পরিবার মিলে ঠিক করে যে এইচ.এস.সি পরীক্ষার পরেই তাদের বিয়ে দিবে।
তখন অনেকটা হতাশা আর কিছুটা আগ্রহ নিয়ে আম্মুকে আমার নিজের বিয়ের কথাটাও বলেছিলাম। তখন আম্মু জিজ্ঞেস করেছিল কাউকে পছন্দ করি কিনা। আমি বললেছিলাম, "পছন্দ তো অনেক করি। তবে সমস্যা নেই তোমরা যার সাথে দিবা তাতেই রাজি। শুধু সুন্দরী হলেই হবে।"
তখন আম্মু বলল "পছন্দ যখন নেই তখন বিয়ের জন্য তাড়া দিয়ে কি হবে! আর তাছাড়া তোর এখনো বিয়ের বয়স হয়নি।"
আমি বলেছিলাম "কে বলল হয়নি?"
আম্মু বলেছিল "সবে তো মাত্র এইচ.এস.সি পরীক্ষা দিচ্ছিস তুই। এখনই বিয়ের বয়স হয়েছে নাকি?"
আমি ওই মেয়েটার কথা উল্লেখ করে বলেছিলাম "ও আর আমি তো সমবয়সী..তাহলে পরীক্ষার পরে ওর বিয়ে হবে আর আমি বিয়ের কথা বললে আমাকে বলো আমার বিয়ের বয়স হয়নি কেন? কেন? কেন?"
আম্মু বলেছিল "তুই ছেলে আর ও মেয়ে। অনেক পার্থক্য আছে তোদের মধ্যে।"
সবাই দেখি সবসময় নারী-পুরুষের সমান অধিকার চায়। এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনও হয়। কিন্তু ছেলেরা যে নানান দিকে মেয়েদের থেকে পিছিয়ে আছে সেসব ক্ষেত্রে সমান অধিকার দেওয়া হয় না কেন? আন্দোলন হয় না কেন?
আমি সকল ছেলেদের পক্ষ থেকে দাবি করছি যে আর কোন সুবিধা দেওয়া হোক বা না হোক মেয়েদের যে বয়সে বিয়ে হয় আমাদেরও অন্তত সেই বয়সেই বিয়ে দেওয়া হোক।



love
friends and adda

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...