Tuesday, 22 April 2014

প্রবাস জীবন

একজন প্রবাসীর জীবন একটি মশার কয়েলের মতো। মশার কয়েল যেমন মানুষকে আরামদায়ক একটা ঘুম উপহার দিতে সারা রাত্রি জ্বলিয়া একসময় ছাঁইয়ে পরিনত হয় একজন প্রবাসীও তার পরিবার পরিজনকে সূখ ও শান্তি উপহার দিতে গিয়ে তিলে তিলে ক্ষয় হয়। খাঁচায় বন্দি একটি পাখি যেমন প্রতি সেকেন্ড ছটফট করে বনের উদ্দ্যেশে উড়াল দিবে একজন প্রবাসীর মনটা সর্বদা ছটফট করে নীড়ে ফিরবে। কেউ ফিরে কেউ ফিরতে পারেনা।

আর এই উপলব্ধি থেকে হয়তো কোন এক গীতিকার লিখেছিলেন, নীড়ের ঠিকানা পাবে কি না পাখি তা নিজেই জানেনা।

প্রবাসি
friends and adda

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...