Friday, 26 July 2013

ফালতু গ্রামীন

গ্রামীনফোনের বোনাস অফারগুলো অনেকটা এরকমঃ

"আগামী এক সপ্তাহে যদি আপনি ১৫০বার এভারেস্টে উঠানামা করতে পারেন তাহলেই অমুক তারিখে পাবেন একটি সুগন্ধী সাবান এবং দুইটা মিস্টার ম্যাঙ্গো চকলেট।

সাবান আর চকলেট ব্যবহারের উপায়...
* সাবানটা দিয়ে দিনে মাত্র একবারই গোসল করতে পারবেন এবং তিনদিনের ভিতর সাবান শেষ করতে হবে এবং তা কেবল টাইলসের বাথরুমের ক্ষেত্রেইপ্রযোজ্য ।

* আবার মিস্টার ম্যংগো চুষেচুষে খেতে হবে, কামড় দিয়ে খেতে পারবেন না !! তবে প্রতি দুই সপ্তাহে অন্তত পঞ্চাশবার এভারেস্টে না উঠলে স্টার গ্রাহকশিপ বাতিল। তখন আবার খোসা ফেরত দিতে হবে।।"

এর পরও আবার....
*শর্ত প্রযোজ্য*
>>>>>>>>>>>>>>>> মিজান

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...