Thursday, 25 July 2013

আমায় দেখা তুমি ও কাঁদবে বিস্ময়ে,
গতির অভাবে সুখ থেমে যাবে না তোমার ।
হাত বারালে সঙ্গির অভাব হবে না,
আমায় হয়তো আর খুঁজে পাবে না ।
দিন যাচ্ছে আজ একা একা এই আমার,
অস্রু সাথি হবে দেখ একদিন তোমার ।
থাকবে সবাই তোমার পাসে সারা বেলা,
খুজে পাবে না হয়ত এই আমায় কোন বেলা ।
আছি দূরে কষ্ট নিয়ে আজ সুখে আছ তুমি,
তোমার আকাশ সুনিল আর আমার মুরুভুমি .

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...