Monday, 24 November 2014

চাঁদের আলো নিভে গেলো

কখন চাঁদের আলো নিভে গেলো
মেঘেরা ঘুমালো,
রাত্রি ফুরালো!
আকাশ জুড়ে বৃস্টি এলো,
জানলো না কেউ স্বপ্ন কখন
জানলো না কেউ কখন দু-টি হৃদয় হারালো!
সত্যি যে হলো!

রাতের পাখি ক্লান্ত হয়ে
থামিয়ে দিলো গান,
হলো অবসান!
একটা সুখের গল্প লেখার
জানলো না কেউ স্বপ্ন কখন
শুন্য বুকের উঠোন আবার পুর্ন যে হলো,
সত্যি যে হলো!

দক্ষিন হাওয়া থমকে গিয়ে
বদলে নিলো পথ
তীর হারা সৈকত,
জোয়ার এসে ভাসিয়ে দিলো,
জানলো না কেউ স্বপ্ন কখন
অভিলাষি মনটা কখন সিক্ত যে হলো!
সত্যি যে হলো!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...