সপ্তাহখানেক বাদে সাম্বার দেশ ব্রাজিলে শুরু হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ। ইতোমধ্যে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী, জরিপ ও বিভিন্ন সংস্কার বিচারে কোন দল পরবর্তী বিশ্বকাপ জিতছে- এ নিয়ে সমর্থকদের মধ্যে যুক্তি-তর্কের লড়াই শুরু হয়ে গেছে।
বিশ্বখ্যাত অর্থনীতি সংস্থা গোল্ডম্যান সাচের সমীক্ষার খবরে ব্রাজিল ও দলটির সমর্থকরা উচ্ছ্বাসে ভাসছেন। কারণ সমীক্ষায় বলা হয়েছে, ব্রাজিল ও আর্জেন্টিনাই এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে, আর এ খেলায় মেসি, হিগুয়েন, আগুয়েরো ও ডি মারিয়াদের হারিয়ে শিরোপা ঘরেই রেখে দেবেন নেইমার, ফ্রেড, আলভেস ও মার্সেলোরা।
গোল্ডম্যান সাচের এ জরিপ অন্যদের মনোক্ষুণ্ন করলেও হতাশার কোনো কারণ নেই আর্জেন্টাইনদের। এক্ষেত্রে, প্রথমত যেমন অন্যদের মতো মনোবল রাখতে হয় যে, জরিপ আর মাঠের খেলায় পার্থক্য রয়েছে, তেমনি দ্বিতীয়ত আগেকার
দ্বৈরথের ফলাফল বিচারে মানসিকভাবে এগিয়ে থাকতে পারে তারা। গোল্ডম্যান সাচের জরিপকেই আংশিক সত্য ধরে নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ফলাফল ও নিজেদের শক্তিকে মাথায় রেখে স্বাচ্ছন্দে খেলে যেতে পারেন ম্যারাডোনার উত্তরসূরীরা।
স্পেন, জার্মানি, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে প্রভৃতি দেশ মিলিয়ে বিশ্বকাপের এ আসরে ৩২টি দল খেললেও মূলত লড়াইটা যেন বরাবর আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে হয়ে আসছে। বিশেষ করে সমর্থকদের যুক্তি-তর্কের উত্তেজনায়।ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে বলে এ দলের সমর্থকরা স্বর উঁচিয়ে রাখলেও দলটির সঙ্গে হেড-টু-হেড লড়াইয়ের ফলাফল বিচারে স্বর কোনো অংশে নিচু থাকবে না আর্জেন্টিনার সমর্থকদেরও।
পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ৯৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। এর মধ্যে ৩৬টি ম্যাচে জয়লাভ করে এগিয়ে আছে আর্জেন্টিনা, আর এক ম্যাচ কম ৩৫টিতে জিতেছে ব্রাজিল। ২৪টি ম্যাচের ফলাফল হয়েছে ড্র। আবার ১৫১টি গোল দিয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টাইনরা, ছয়টি গোল কমে ১৪৫টি দিয়েছে ব্রাজিল।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, অলিম্পিকে আর্জেন্টিনা দুইবার সোনা জিতলেও ব্রাজিল এ ক্ষেত্রে শূন্য হাতে থেকেছে।
আমেরিকার শিরোপা ব্রাজিলের ঘরে আটবার গেলেও ম্যারাডোনা-মেসিদের শো-কেসে গেছে প্রায় দ্বিগুণ অর্থাৎ ১৪ বার।
অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনা নিয়েছে ছয় বার, আর ব্রাজিল জিতেছে পাঁচ বার।
বিশ্বকাপ জয়ে ব্রাজিলিয়ানরা সবার চেয়ে অনেক এগিয়ে (৫ বার) থাকলেও পিছিয়ে থাকা (২ বার) আর্জেন্টিনা অবশ্য অন্যসব আসরের শিরোপা মিলিয়ে পেলে-রোনালদিনহো-নেইমারদের দলের চেয়ে এগিয়ে...
গোল্ডম্যান সাচ’র জরিপ হোক, আর জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী হোক, কিংবা নতুন কোনো অক্টোপাসের ইঙ্গিত হোক, কারা পরবর্তী বিশ্বকাপ জিতছে- সত্যতা মিলবে মাঠের লড়াইয়ে। সে অপেক্ষায় চুল ছেঁড়ার পালা এবার.......
বিশ্বখ্যাত অর্থনীতি সংস্থা গোল্ডম্যান সাচের সমীক্ষার খবরে ব্রাজিল ও দলটির সমর্থকরা উচ্ছ্বাসে ভাসছেন। কারণ সমীক্ষায় বলা হয়েছে, ব্রাজিল ও আর্জেন্টিনাই এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে, আর এ খেলায় মেসি, হিগুয়েন, আগুয়েরো ও ডি মারিয়াদের হারিয়ে শিরোপা ঘরেই রেখে দেবেন নেইমার, ফ্রেড, আলভেস ও মার্সেলোরা।
গোল্ডম্যান সাচের এ জরিপ অন্যদের মনোক্ষুণ্ন করলেও হতাশার কোনো কারণ নেই আর্জেন্টাইনদের। এক্ষেত্রে, প্রথমত যেমন অন্যদের মতো মনোবল রাখতে হয় যে, জরিপ আর মাঠের খেলায় পার্থক্য রয়েছে, তেমনি দ্বিতীয়ত আগেকার
দ্বৈরথের ফলাফল বিচারে মানসিকভাবে এগিয়ে থাকতে পারে তারা। গোল্ডম্যান সাচের জরিপকেই আংশিক সত্য ধরে নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ফলাফল ও নিজেদের শক্তিকে মাথায় রেখে স্বাচ্ছন্দে খেলে যেতে পারেন ম্যারাডোনার উত্তরসূরীরা।
স্পেন, জার্মানি, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, উরুগুয়ে প্রভৃতি দেশ মিলিয়ে বিশ্বকাপের এ আসরে ৩২টি দল খেললেও মূলত লড়াইটা যেন বরাবর আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যে হয়ে আসছে। বিশেষ করে সমর্থকদের যুক্তি-তর্কের উত্তেজনায়।ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে বলে এ দলের সমর্থকরা স্বর উঁচিয়ে রাখলেও দলটির সঙ্গে হেড-টু-হেড লড়াইয়ের ফলাফল বিচারে স্বর কোনো অংশে নিচু থাকবে না আর্জেন্টিনার সমর্থকদেরও।
পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ৯৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। এর মধ্যে ৩৬টি ম্যাচে জয়লাভ করে এগিয়ে আছে আর্জেন্টিনা, আর এক ম্যাচ কম ৩৫টিতে জিতেছে ব্রাজিল। ২৪টি ম্যাচের ফলাফল হয়েছে ড্র। আবার ১৫১টি গোল দিয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টাইনরা, ছয়টি গোল কমে ১৪৫টি দিয়েছে ব্রাজিল।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, অলিম্পিকে আর্জেন্টিনা দুইবার সোনা জিতলেও ব্রাজিল এ ক্ষেত্রে শূন্য হাতে থেকেছে।
আমেরিকার শিরোপা ব্রাজিলের ঘরে আটবার গেলেও ম্যারাডোনা-মেসিদের শো-কেসে গেছে প্রায় দ্বিগুণ অর্থাৎ ১৪ বার।
অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনা নিয়েছে ছয় বার, আর ব্রাজিল জিতেছে পাঁচ বার।
বিশ্বকাপ জয়ে ব্রাজিলিয়ানরা সবার চেয়ে অনেক এগিয়ে (৫ বার) থাকলেও পিছিয়ে থাকা (২ বার) আর্জেন্টিনা অবশ্য অন্যসব আসরের শিরোপা মিলিয়ে পেলে-রোনালদিনহো-নেইমারদের দলের চেয়ে এগিয়ে...
গোল্ডম্যান সাচ’র জরিপ হোক, আর জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী হোক, কিংবা নতুন কোনো অক্টোপাসের ইঙ্গিত হোক, কারা পরবর্তী বিশ্বকাপ জিতছে- সত্যতা মিলবে মাঠের লড়াইয়ে। সে অপেক্ষায় চুল ছেঁড়ার পালা এবার.......
No comments:
Post a Comment