প্রেমে পড়া ভালো। তবে ভুল মানুষের প্রেমে পড়া ভালো নয়। আমরা ভুল করে, ভুল মানুষের প্রেমে পড়ে যাই। করুন পরিনতির কথা না ভেবে ভুল মানুষকে ভালোবেসে ফেলি। যখন বুঝতে পারি ভুল করেছি, তবুও আমরা ভুলটাকে শুধরে নেই না। মানুষটাকে আরো বেশি
ভালোবেসে ফেলি। মানুষটা আমাদের জীবনে আসবেনা জেনেও আরো শক্ত করে বুকে টেনে নিতে চাই।
ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি বোকা নয়। ওরা শুধু ক্ষনিকের জন্য বোকা হয়ে যায়। ওরা বিশ্বাস করতে চায় তার ভালোবাসায় কোন খুঁত ছিলনা। তার বিশ্বাসের কোন কমতি ছিল না। ওরা বিশ্বাস করতে চায় মানুষটা একদিন বুঝবে। কিন্তু মানুষটা কখনো বুঝেনা। কারন তুচ্ছ জিনিসের প্রতি মানুষের কোন আগ্রহ কাজ করেনা।
ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি একসময় মরিচীকার পেছনে ছুটা বন্ধ করে দেয়। ওদের পৃথিবীটা কেমন যেন চুপ মেরে যায়। কোথাও কোন আলোর দেখা পাওয়া যায়না। যেদিকে তাকায় চারিদিকে সুনসান নীরবতা, গাঢ় অন্ধকার। ওরা নিজের মাঝেই নিজে বিলীন হয়, হারিয়ে যায়। কোন কিছুতেই যেন ওদের কোন আগ্রহ নেই। একটু একটু করে সকল চাওয়া, পাওয়া, আকাঙ্খার সলিল সমাধি হয়। ওরা আর কোন কিছুতেই অবাক হয়না, চমকে উঠেনা। যেন এমনটাই হবার কথা ছিল। আসলে... যার মনে ভালোবাসা থাকেনা সে সহজে অবাক হয়না। ওরা অবাক হবার ক্ষমতা হারিয়ে ফেলে।
ভুল মানুষের প্রেমে পড়া ছেলে মেয়েগুলি একসময় বাঁচতে শিখে যায় ঠিকি তবে হাসতে ভুলে যায়...
No comments:
Post a Comment