Monday, 21 April 2014

রাতের নিস্তব্ধতা

নীরব রাত, আকাশ, প্রাকৃতিক বাতাস
rater akash
আল্লাহর দেয়া প্রকৃতির বাতাস, আর বিদ্যুতের মাধ্যমে চলা ফ্যানের বাতাসের মধ্যে কতটুকু পার্থক্য তা বুঝা যায় যখন খুব গরমের মাঝে বিদ্যুৎ চলে যাওয়ার পর বাসার ছাদে যেতে হয় প্রাকৃতিক বাতাস পাওয়ার আশায়। যেমন আমি এখন বসে আছি ছাদে।

নিস্তব্ধ চারিদিক।মানুষের কোলাহল খুবই কম।সিলেট শহরের বাতি গুলা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। বাসার পাশের রাস্তা দিয়ে গাড়ী চলতেছে শা শা শব্দে। আকাশে অর্ধেক চাঁদ আর বেশ কিছু তারা দেখা যাচ্ছে।দু-একটা পোকার কিচির-মিচির শব্দ শুনা যাচ্ছে। ঐতিহ্যবাহী সেই মশাগুলাও সাথে আছে। ইচ্চে হচ্ছে এখানেই রাতটা কাটিয়ে দেই। কিন্তু তা কি-আর সম্ভব ???

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...