কিছু কিছু মানুষ গভীর রাত পর্যন্ত কারো জন্য অপেক্ষা করে।
একটা ফোন কলের অপেক্ষা করে, অথবা একটি মেসেজের।
কিছু মানুষ গভীর রাতে অতীতের পাতা খুলে বসে। দেখে হারিয়ে যাওয়া মানুষটার হাসিভরা মুখের ছবি। অতীতের ভালোবাসা ভরা টেক্সটের মিথ্যে ভরা লাইনে চোখ ভিজিয়ে ফেলে। কেউ কেউ চোখের সামনে সবচেয়ে ভালবাসার মানুষকে পর হয়ে যেতে দেখে। তাই কিছু মানুষ রাতে ঘুমায় না। ঘুম আসে না। রাতের আকাশের মিটিমিটি তারারা যেন বলতে থাকে, তুমি একা, ভীষণ একা।
কিছু মানুষ গভীর রাতে অতীতের পাতা খুলে বসে। দেখে হারিয়ে যাওয়া মানুষটার হাসিভরা মুখের ছবি। অতীতের ভালোবাসা ভরা টেক্সটের মিথ্যে ভরা লাইনে চোখ ভিজিয়ে ফেলে। কেউ কেউ চোখের সামনে সবচেয়ে ভালবাসার মানুষকে পর হয়ে যেতে দেখে। তাই কিছু মানুষ রাতে ঘুমায় না। ঘুম আসে না। রাতের আকাশের মিটিমিটি তারারা যেন বলতে থাকে, তুমি একা, ভীষণ একা।
No comments:
Post a Comment