Wednesday, 16 July 2014

জীবন তার গতীতে চলতে থাকে


প্রতিটি মানুষ জীবনের কোন না কোন সময় অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। আর এই সময়টা কখন কার জীবনে আসে তা কেউই বলতে পারেনা। কেউ একবার, আবার কেউ বার বার কঠিন সময়ের মুখোপেক্ষি হয়ে জীবনকে এগিয়ে নিয়ে যায়।দুঃখ হোক কিংবা সুখ, জীবন থেমে থাকেনা। জীবন তার গতীতে চলতে থাকে। তবে দুঃখের পরে সুখ আসে এটাই বাস্তব সত্য। কঠিন পরিস্থিতিতে ভেঙ্গে না পড়ে ধৈর্য ধরে এগিয়ে গেলে আসে সফলতা।আর এই সময়টাতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা হলো সফলতার প্রাথমিক লক্ষণ। তাড়াহুড়ো না করে খুব ভেবে চিন্তা করে, একটু ধৈর্য ধরে, বুঝে-শুনে সঠিক সিদ্ধান্তটা নিতে পারলেই সফলতা আসবে।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...