প্রতিটা রাত নির্ঘুম কাটে আমার,
একএকটা রাত
কি যে ভীষম যন্ত্রনার
তুমি যদি আমি হতে,তাহলে বুঝতে।
হয়ত তুমিও রাত জাগো,
তবে আমার মত করে নয়।
কথার ফুলঝুড়ি
আর ভালবাসার ডিঙ্গি নৌকায় ভেষে
তোমার রাত ভালই কাটছে|
তুমি তোমার স্বপ্নপুরুষের জন্য,
আর আমি তোমার জন্য…
যে যার মত করে জেগে আছি,
ভালবাসছি…
এভাবেই কেটে যাচ্ছে…
একএকটা রাত
কি যে ভীষম যন্ত্রনার
তুমি যদি আমি হতে,তাহলে বুঝতে।
হয়ত তুমিও রাত জাগো,
তবে আমার মত করে নয়।
কথার ফুলঝুড়ি
আর ভালবাসার ডিঙ্গি নৌকায় ভেষে
তোমার রাত ভালই কাটছে|
তুমি তোমার স্বপ্নপুরুষের জন্য,
আর আমি তোমার জন্য…
যে যার মত করে জেগে আছি,
ভালবাসছি…
এভাবেই কেটে যাচ্ছে…
No comments:
Post a Comment