Thursday, 27 March 2014

হাস্যকর, কিন্তু সত্যি

১.ছেলেরা নতুন কোনও মেয়েকে পছন্দ করলে সে তার বন্ধুদের কে সব থেকে আগে বলে, কিন্তু মেয়েরা কোনও ছেলেকে পছন্দ করলে বান্ধবী কে বলেনা, কারন সে ভয় পায়, বান্ধবী নিজেই যদি ঐ ছেলেরে পটায় ফেলে!
২. নিজের বন্ধুর প্রেম করানোর জন্য ছেলেরা আপ্রাণ চেষ্টা করে, কিন্তু হায় মেয়েরা চেষ্টা তো করেই না, পারলে আরও প্যাঁচাল লাগায়া দেয়।
৩. প্রেম হয়ে গেলে তখন আরেক কাহিনী, তখন আবার দেখা যায় বান্ধবীর প্রেমিক এর কাছ
থেকে চান্স পাইলেই কেমনে খাওয়া যায় এইটা নিয়ে বেশী ব্যস্ত থাকে মেয়েরা, কিন্তু ছেলেদের উল্টা
নিজের  বন্ধুরে মাঝে মধ্যে ডেটিং এর সময় টাকা দিয়ে সাহায্য করতে হয়।
৪. মেয়েরা সর্বদা অন্যের প্রেমিকের খুত ধরতে ব্যস্ত থাকে, কিন্তু নিজের প্রেমিক যে দেখতে ডিপজল এর মত এইডার কোনও খবর নাই।
৫. সম্পর্ক ভেঙ্গে গেলে ছেলেরা বলে, "দোস্ত এইটা কোনও ব্যাপার না,সব ঠিক হয়ে যাবে...' আর মেয়েরা বলে, "আমি আগেই জানতাম এই ছেলে তরে ছেড়ে চলে যাবে" (ঐ মেয়ের প্রেমিকও তারে ছেড়ে চলে গেছে এইটার কোনও খবর নাই )।

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...