
আজকে যে কিছু সময় ছিলাম তোমার সাথে খুবই আনন্দে ছিলাম।
কিন্তু কেনো যেনো বার একটা কথা মনে হচ্ছিলো, এটাই মনে হয়
তোমার সাথে কাটানো আমার শেষ মুহূর্ত।তবুও বুকে আশা বেধে
রাখি এই যেনো শেষ দেখা না হয়, এই মুহূর্তটা যেনো তোমার
সাথে শেষ মুহূর্ত না হয়।
স্মৃতি বলে যে একটা শব্দ আছে, এই শব্দটা অনেক সময়
মানুষকে বেঁচে থাকার প্রেরনা দেয়। আবার এই শব্দটাই অনেক
সময় মানুষের কস্টের কারন হয়ে দাঁড়ায়। বড্ড ভয় করতেছে
আমার এই শব্দটাকে। কারন দিনের প্রতিটা সময় যে, কোন না
কোন ভাবে তোমার স্মৃতিতে গাঁথা। তারপর ও সান্তনা, চোখের
আড়াল হলেই কি মনের আড়াল হয়ে যাবে ???
দূরত্ব যতই হোক কাছে থাকব তুমি না বললেও ।আমি তো
তোমার সাথেই আছি সব সময়, সব মুহূর্তে।চাইলেও আমাকে
তোমার কাছ থেকে দূরে ঠেলে দিতে পারবে না।
ভালো থেকো বন্ধু সব সময় ( প্রিন্স )

nice
ReplyDelete