আজ যখন বৃষ্টি হচ্চিলো খুব বেশী মনে পড়ছিলো তোমায়,
কথা ছিলো তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজবো।কিন্তু তা আর হলো কই??
তুমি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছ।
জানি আবারও দেখা হবে, কথা হবে ।
কিন্তু বৃষ্টিতে ভিজার আশাটা কি পূর্ণ হবে ???
হতেও পারে। বিশ্বাস আছে মনে।
যখনি বৃষ্টি হবে তখনি তোমার কথা মনে পড়বে,আর কি মনে পড়বে জানো??
এই বৃষ্টি হচ্ছে, চলো দু-জনে একসাথে বৃষ্টিতে ভিজি ( তুমি বলতে প্রতি বৃষ্টির সময়ই)।
No comments:
Post a Comment