Wednesday, 3 September 2014

আগে নিজের কথা ভাবুন

আমাদের সমাজটা এমন কেন ? আমরা মানুষগুলা এ রকম কেন ?
আমরা কি নিজের দিক চিন্তা করতে কখনো শিখবো না? আমরা কি পজেটিব হতে পারিনা। কবে আমাদের বিবেক বুদ্ধি জাগ্রত হবে ?

উফ! অমুক তো খুব ভালো লোক ছিলো, আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আরে মিয়া অমুক
খারাপ হয়ে যাচ্ছে চিন্তা করতেছেন, নিজের কথা ভাবছেন কখনো ? আগে নিজের কথা ভাবুন, নিজে কতটুকু ভালো চিন্তা করুন। আর যে খারাপ হয়ে যাচ্ছে পারলে তাকে ভালো করার চেষ্টা করুন, ওর খারাপ দিক গুলা মানুষের কাছে বলে বেড়ানোর অধিকার কই পাইলেন আপনি।

ইশ! অমুকের ছেলেটা আগে খুব ভাল ছিল, ভদ্র ছিল। এখন নষ্ট হয়ে যাচ্ছে। আরে মিয়া পরের ছেলের কথা খুব করে ভাবতেছেন, কখনো কি নিজের ছেলের কথা, নিজের ভাইয়ের কথা এত যত্ন সহকারে ভাবছেন ? নিজের ছেলে রাত কয়টায় বাসায় ফিরে? কয়টা মেয়ে নিয়ে ঘুরায়, সিগারেট খায়, হুইস্কি আড্ডা দেয়, এগুলার খবর রাখেন ?তবে কেন পরেরে ছেলে নিয়ে এত মাথা ব্যাথা ?

সব মানুষেরই খারাপ দিক আছে, আপনি অন্যকে নিয়ে সমালোচনা করার আগে ভাবুন আপনি কতটুকু ঠিক আছেন।অন্তত যে বিষয় নিয়ে সমালোচনা করতেছেন সেই বিষয়টা আপনার কাছে আছে কিনা সেটা আগে ভাবুন। কারো কাজ কর্ম খারাপ লাগলে তাকে বুঝান, উপদেশ দিন যে এটা ভালো না। মানুষের কাছে এটা বলে বেড়ানোর স্বভাব বন্ধ করুন। অন্যের ছেলে ভালো ছিলো এখন নষ্ট হইতেছে, আর আপনার ছেলেকে তো ভালই করতে পারেন নি সেটা ভাবুন।মানুষের ভালো দিকগুলা নিয়া চিন্তা করুন। খারাপ দিকগুলা টেনে বের করার কি দরকার !!!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...