Monday, 7 October 2013

ভালবাসার টান



Sad moment Mizan
প্রায় ৪৫ ঘন্টা, তোমার সাথে আমার কোন যোগাযোগ নেই। প্রেমের শুরু থেকেই আজ পর্যন্ত এমনটি কোনদিনও হয় নাই।তুমি বা আমি অভিমান যখন করতাম , তখন অভিমানের সুরে হলেও কথা বলতাম। কোনভাবেই যোগাযোগ বন্ধ হয়নি।
আর জানই তো তোমার কাছ থেকে Good Night না পেলে আমার কত কষ্ট হয়।ঘুমই আসেনা।বিছানায় অনেক গড়াগড়ি করার পর মনে কষ্টের তীব্রতা নিয়ে ঘুমাতে হয়।এই কষ্ট গুলোকে আমি মানিয়ে নিচ্চি/নেবো। তুমি চিন্তা করোনা।

জানো, আজকে ঘুম থেকে উঠে আমি wts app এ তোমাকে Good morning দিয়ে ফেলেছি, বেলকনিতে দাঁড়িয়ে ব্রাশ করছি, হঠাত মনে পড়লো তোমাকে আমি wts app এ Good morning দিলাম কিন্তু তুমি তো দেখবা না, মনে মনে হাসলাম।

কিছুক্ষন পর পর মোবাইল হাতে নেই এই বুজি তুমি whats app এ মেসেজ দিলে, হাতে নিয়ে মনে পড়ে, না তুমি তো দেয়ার কথা না, আসলে ভুলে যাই তুমি যে আমার থেকে অনেক দূরে, ১০-১৫ মিনিট পর পর মোবাইল হাতে নিয়ে তোমার মেসেজ চেক করা আমার অভ্যাসে পরিনত হয়ে গেছে।তাই এমনটা হয়।

জানি তুমি আমাকে ভুলো নাই, আমার কথা খুব বেশী মনে পড়ছে তোমার, কিন্তু যোগাযোগ করার সুযোগ পাইতেছ না, সমস্যা নাই, যে সময় পারবে আমার সাথে যোগাযোগ করবে।তবে হ্যা, আমি অপেক্ষায় আছি তোমার কণ্ঠস্বর শুনার।তোমার ভালোবাসার টান এতই দৃঢ় আগে বুজি নাই। কোথায় যেনো লেখাটা দেখেছিলাম,দূরে না গেলে ভালবাসার গভীরতাটা কিন্তু বুঝা যায় না।কথার সত্যতা মিনিটে মিনিটে টের পাচ্ছি।ভালো থেকো সবসময় এই কামনাই করছি প্রতি মুহুরতে।
 >> প্রিন্স <<

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...