ভীষণ মিস করছি তোমায়,
ওগো আমার প্রিয়তমা।
মিস করছি তোমায়
সকাল বেলা ঘুম থেকে উঠে,
মিস করছি তোমায়
বাহিরে যাওয়ার সময়,
মিস করছি তোমায়
বন্ধুদের সাথে আড্ডায় বসে
মিস করছি তোমায়
খেতে বসলে,
মিস করছি তোমায়
রাতে ঘুমুতে যাওয়ার আগে
মিস করছি তোমায়
প্রতি মুহূর্তে, প্রতিটি ক্ষনে,
ভীষণ মিস করছি তোমায়,
ওগো আমার প্রিয়তমা।
No comments:
Post a Comment