হারিয়ে যাওয়া বন্ধু
এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল বিকেল বেলা,
কত পুরোনো নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা।
কত এলোমেলো পথ হেঁটেছি দু’জন
হাত ছিল না তো হাতে,
ছিল যে যার জীবনে দু’টো মন ছিল
জড়াজড়ি একসাথে।
কত ঝগড়া-বিবাদ সুখের স্মৃতিতে
ভরে আছে শৈশব,
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো
ভালোবাসছি অসম্ভব।
কেন বাড়লে বয়স
ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়,
কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়।
আজ কে যে কোথায় আছি
কোন খবর নেই তো কারো,
অথচ তোর ঐ দুঃখগুলোতে
অংশ ছিল আমারও।
এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল বিকেল বেলা,
কত পুরোনো নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা।
কত এলোমেলো পথ হেঁটেছি দু’জন
হাত ছিল না তো হাতে,
ছিল যে যার জীবনে দু’টো মন ছিল
জড়াজড়ি একসাথে।
কত ঝগড়া-বিবাদ সুখের স্মৃতিতে
ভরে আছে শৈশব,
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনো তো
ভালোবাসছি অসম্ভব।
কেন বাড়লে বয়স
ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়,
কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড়
হারানোর তালিকায়।
আজ কে যে কোথায় আছি
কোন খবর নেই তো কারো,
অথচ তোর ঐ দুঃখগুলোতে
অংশ ছিল আমারও।
No comments:
Post a Comment